যারা দেশভাগের সময় এবং মুক্তিযুদ্ধের আগে পরে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং ভোট দিয়ে এই দেশে সরকার গড়েছেন, তাঁরা সকলেই ভারতীয়। তাঁদের আলাদাভাবে কখনই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে না। তাঁদের নাগরিকত্বের আবেদনও জানাতে হবে না। বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ওপার থেকে চলে আসা ছিন্নমূল মানুষদেরই পাশে থাকার বার্তা দিতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দিল্লীতে হিংসার আগুন নিভে গেলেও তার ঘা এখনও দগদগে। যা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন ফের একবার নিশানায় নেন কেন্দ্রীয় সরকারকে। এই ঘটনায় মৃত ৪৬ জনের আত্মার শান্তি কামনা করেন তিনি। একই সঙ্গে জানিয়ে দেন, বাংলাকে তিনি কখনই আরেকটা দিল্লীতে পরিণত হতে দেবেন না। দিল্লীর ঘটনা ইচ্ছাকৃতভাবে সামাল দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
মমতা এদিন বলেন, ‘যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন, তাঁরা প্রত্যেকেই ভারতীয় নাগরিক। তাঁরা নাগরিকত্ব পেয়েছেন। আপনাদের নতুন করে আবার নাগরিকত্বের আবেদন করতে হবে না। আপনারা তো এতদিন ভোট দিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন, এখন ওরা বলছে আপনারা নাগরিক নন। ওদের কথায় কান দেবেন না।’ মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘একজনকেও আমি বাংলা ছাড়া হতে দেব না। কোনও উদ্বাস্তু নাগরিকত্বের থেকে বঞ্চিত থাকবে না।’
রাজধানীর বুকে ঘটে যাওয়া রক্তক্ষয়ী দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানায় নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ভুলে যাবেন না এটা বাংলা। যেটা দিল্লীতে হতে দেওয়া হয়েছে সেটা এখানে হতে দেওয়া হবে না। আমরা চাই না বাংলা আরেকটা দিল্লী বা উত্তরপ্রদেশে পরিণত হোক।’ প্রসঙ্গত, এদিন অমিত শাহকে লক্ষ্য করেও তোপ দাগেন তিনি। বলেন, ‘বাংলার মাটির এক ইঞ্চিও সাম্প্রদায়িক বিজেপিকে দখল করতে দেব না।’