বিধানসভা নির্বাচনের আগে দিল্লীতে প্রথম শোনা গিয়েছিল ‘গোলি মারো’ স্লোগান। ক্রমেই তা এসে পৌঁছেছে কলকাতার রাজপথে। কিন্তু বিজেপি নেতারা, এমনকি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়োজিত সাংবিধানিক প্রধানও এতে কোনও ভুল খুঁজে পাচ্ছেন না। এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরকে। ‘গোলি মারো’ স্লোগানকে তিনি তুচ্ছ বলেই আখ্যায়িত করেছেন। তাঁর কাছে এটা খুবই সামান্য ঘটনা। উল্টে সংবাদ মাধ্যমই নাকি এই নিয়ে বাড়াবাড়ি করছে বলে দাবি করেছেন তিনি।
বিজেপি সমর্থকদের দেওয়া এই বিতর্কিত স্লোগান প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকরকে। কিন্তু তাঁর উত্তর ছিল বিস্মিত করে দেওয়ার মতো। রাজ্যপাল বলেন, ‘এটা সামান্য ঘটনা। হাজার জনের মধ্যে একজন কে কী বলল, তাতে কিছু আসে যায় না। আপনারা বাড়াবাড়ি করে দেখাচ্ছেন। আমি মনে করি, ‘গোলি মারো’ স্লোগান তেমন গুরুত্বপূর্ণ নয়। আপনাদের কাছে এটা ১০০ শতাংশ সেনসেশনাল। কিন্তু আমার কাছে এই ধরণের জিনিস ০.১ শতাংশ গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, রবিবারই শহিদ মিনারে অমিত শাহের সভায় যোগ দিতে আসার সময় বিজেপি সমর্থকেরা ‘গোলি মারো’ স্লোগান তোলে। তারপরই নানা মহলে সমালোচনা শুরু হয়। এমনকি রাজ্য সরকারও এই ঘটনার চরম নিন্দা করে। এরপর গতকাল রাতের মধ্যেই গ্রেফতার করা হয় স্লোগান দেওয়া তিনজনকে। এদিন তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারপতি দুই ধৃতকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে একজনের জামিন মঞ্জুর করেন।