রাজধানীর হিংসার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লী পুলিশকে তুলোধোনা করেছিলেন দিল্লী হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর। পাশাপাশি উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু তারপরই তড়িঘড়ি তাঁকে বদলি করে দেওয়া হয় পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে। এবার অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। তবে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্য, ‘সর্বোচ্চ আদালত শান্তি চায়, তবে তাদেরও ক্ষমতার সীমাবদ্ধতা আছে।’
উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধিত আইন বিরোধী আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। এরপরই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মামলাকারীদের কয়েকজন। দিনে প্রায় পাঁচজন করে মানুষ খুন হচ্ছেন। এই মামলা শোনা খুবই জরুরি বলে সুপ্রিম কোর্টে আবেদন করেন মিস্টার গোনসেলভস নামে এক মামলাকারী। এই মামলা নিয়ে প্রধান বিচারপতি এস এ বোবদের পর্যবেক্ষণ, ‘কোনও রায় ছাড়া আমরাই বা কী করতে পারি? আমরাও শান্তি চাই। কিন্তু আমাদের ক্ষমতারও সীমাবদ্ধতা আছে। কিছু প্রত্যাশা আছে, যেটা আমরা করতে পারব না। বুধবার আমরা এটা শুনব। দেখা যাক, আমরা কী করতে পারি।’