কলকাতার রাস্তায় যারা ‘গোলি মারো’ স্লোগান তুলেছে তাদের কাউকে ছাড়া হবে না। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মিসভা থেকে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দিল্লীর ভাষায় কলকাতায় কথা বলা চলবে না। গতকাল আমি লক্ষ্য করেছি বাইরে থেকে কয়েকজন এসেছেন। ‘গোলি মারো’ বলেছেন। ভাষাটা অন্যায়, ভাষাটা দানবিক। তাই যারা এটা বলেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, রবিবার কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার সময় বিজেপিরই একটি মিছিল থেকে ‘গোলি মারো’ স্লোগান উঠেছিল। তার পর থেকেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। কংগ্রেস, তৃণমূলও বামেরা এর বিরোধিতায় সরব হয়। এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার নেতাজি ইন্ডোরে কর্মসূচির মঞ্চ থেকে দিল্লীতে এই স্লোগান দেওয়ায় কেন্দ্র সরকারের ভূমিকাকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দিল্লীতে যারা উস্কানিমূলক স্লোগান দিয়েছে, তারা শাস্তি পায়নি। কিন্তু কলকাতার রাস্তায় যারা এই স্লোগান দিয়েছে, তারা কড়া শাস্তি পাবেন।’ তৃণমূল নেত্রীর কথায়, ‘ওরা কোথায় থাকে, কোথা থেকে এসেছে তা আমি জানি। দিল্লীর সরকারের মতো আমরা চুপ করে থাকব না।’ স্লোগান প্রসঙ্গে মমতার প্রশ্ন, ‘গদ্দার কারা, এটা কে ঠিক করবে? কাকে গুলি মারা হবে? জনগণ ঠিক করবে কারা গদ্দার।’ স্বভাবতই তাঁর এহেন কড়া বার্তায় খুশি বাংলাবাসী।