সিএএ বিরোধী আন্দোলনকে ঘিরে গত সপ্তাহেই হিংসার আগুনে রক্তাক্ত হয়েছে দিল্লী। সিএএ-র প্রতিবাদে বিক্ষোভের ছবি দেখা গিয়েছে বাংলাতেও। এই প্রেক্ষাপটে সিএএ-র সমর্থনে প্রচারে রবিবার কলকাতায় এলেন অমিত শাহ। মূলত সিএএ ও এনপিআরের প্রয়োজনীয়তার কথা জনমানসে তুলে ধরতেই শাহের সভা বলে বিজেপি সূত্রে খবর। সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন বিমানবন্দরের এক নম্বর গেট থেকে পার্ক সার্কাস, যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। দমদম বিমানবন্দরের বাইরে এবং ধর্মতলায় প্রতিবাদী জমায়েতের ডাক দিয়েছে নানা সংগঠন। তা ছাড়াও কলকাতার আরও অন্তত ১০ জায়গায় বিক্ষোভ-সমাবেশ হবে শাহের ইস্তফার দাবিতে। কালো পতাকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে বাম, কংগ্রেস-সহ বিভিন্ন দলের নানা শাখা সংগঠন। দলীয় পতাকা ছাড়াই ছাত্র, যুব ও সাধারণ মানুষকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব।