তৈরি হয়েছে জোর জল্পনা তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভায় টিকিট পেতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ৷ আগামী ২৬শে মার্চ রাজ্যসভার নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে লড়াই করতে পারেন তিনি । তবে তার আগে তৃণমূলে যোগ দিয়েই প্রার্থী পদের আবেদন জানাবেন বলেই খবর । ৫৫টি আসনে রাজ্যসভার নির্বাচন হবে । নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যসভা নির্বাচনের জন্য নির্ঘণ্ট ঘোষণা করেছে ।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে আগামী ১৩ মার্চ । মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের চার সাংসদের । তাঁরা হলেন যোগেন চৌধুরি, কেডি সিং, আহমেদ হাসান ইমরান এবং মণীশ গুপ্ত । এবারে মণীশ গুপ্ত ছাড়া অন্যান্য আসনগুলিতে নতুন মুখ আনতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই রাজ্যসভার নির্বাচনে লড়বেন না বলে তৃণমূল নেত্রীকে জানিয়ে দিয়েছেন যোগেন চৌধুরি । কেডি সিং এবং আহমেদ হাসান ইমরানকে রাজ্যসভার প্রার্থী না করার সম্ভাবনা প্রবল । এক্ষেত্রে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের রাজ্যসভায় যাওয়ার অনেকটাই সম্ভাবনা তৈরি হয়েছে ।
এ বার তৃণমূলে যোগ দেওয়ার জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে । প্রসঙ্গত, জনতা দল ( ইউনাইটেড ) থেকে বহিষ্কৃত হওয়ার পর এখনও পর্যন্ত অন্য কোনও দলে যোগ দেননি প্রশান্ত কিশোর । প্রথমে আপ-এ যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল ।