একাধিক ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তবে সবই ভুয়ো। এই সব ভিডিয়োর সঙ্গে আদৌ দিল্লী সঙ্ঘর্ষের যোগ নেই। তা রুখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। বিদ্বেষমূলক ভিডিও শেয়ার না করার আবেদন জানিয়েছে দিল্লী পুলিশ। ভুয়ো ভিডিও রুখতে বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে পুলিশ। সেখানেই জানানো যাবে অভিযোগ। দিল্লী কাণ্ড নিয়ে শীঘ্রই চালু হচ্ছে এই মেসেঞ্জার পরিষেবা।
দিল্লী সঙ্ঘর্ষের জেরে এখনও পর্যন্ত মৃত ৪৩, আহত প্রায় ৩০০। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৮০। বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাইরের দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালিয়েছিল। দিল্লী কাণ্ডে এখনও পর্যন্ত এফআইআর হয়েছে ১২৩ টি। গ্রেফতার হয়েছে ৬২৩ জন। ফরেনসিক টিম এলাকা থেকে নমুনা সংগ্রহ করছে। অপরাধ দমন শাখার প্রায় ৯০ জন আধিকারিক শুরু করেছে তদন্ত। ক্রমাগত টহল দিচ্ছে বাহিনী। চলছে ধরপাকড়।
দিল্লী সঙ্ঘর্ষের জেরে গুলিবিদ্ধ ১৩। গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে রয়েছে বহু অপরাধী। তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্ত শাহরুখের। উদ্ধার হয়েছে একাধিক অবৈধ অস্ত্র। মনে করা হচ্ছে, প্রত্যক্ষ তাণ্ডব চালিয়েছে স্থানীয় একাধিক দুষ্কৃতী দল। এই কাণ্ডে অভিযুক্ত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন। অভিযোগ সামনে আসতেই কেজরিওয়াল দল থেকে সাসপেণ্ড করেছেন তাহিরকে। যদিও তাহের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে দিল্লী কাণ্ডে আপ কাউন্সিলরকে নামের জন্যই গ্রেফতার হতে হয়েছে বলে সরব হয়েছেন গীতিকার জাভেদ আখতার। তাঁর প্রশ্ন, পুলিশের সামনেই যারা প্রত্যক্ষ হিংসার হুমকি দিল তাঁদের কাউকে কেন গ্রেফতার করা হয়নি?
যখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে রাজধানীতে তখন উস্কানিমূলক ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে। ইতিমধ্যেই একাধিক ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়েছে বলে মনে করছে দিল্লী পুলিশ। তা রুখতে শীঘ্রই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করছে পুলিশ। ভুয়ো ভিডিও সম্বন্ধে খোঁজ পেলেই অভিযোগ জানানো যাবে তাতে। এরপরেই দোষীদের বিরুদ্ধে তল্লাশি চালিয়ে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে দিল্লী পুলিশের পক্ষ থেকে।