কিংবদন্তি ক্রিকেটার রিচার্ড হ্যাডলি টি-টোয়েন্টি ফর্ম্যাটের ভক্ত নন। বরং তিনি টেস্টের কদর করেন বেশি। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জানালেন, টেস্টের কদর না করলে ক্রিকেটের ছোট ফর্ম্যাট টিকবে না। বছর দু’য়েক আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন হ্যাডলি। সেই লড়াই জীবন নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। ২০১৮ সালে তাঁর ক্যনসার ধরা পড়ে। তবে আপাতত তিনি বিপন্মুক্ত।
মারণ রোগের সঙ্গে এত দিন লড়াই চললেও ক্রিকেট থেকে নজর সরেনি তাঁর। ভারতীয় বোলারদের উত্থানও নজরে এসেছে। তিনি জানান, ‘‘ভারতের দারুণ সব ফাস্ট বোলার উঠে এসেছে। ইশান্ত দারুণ খেলছে টেস্টে। শামির বোলিং আমার খুব পছন্দ। বোলিং করার সময় ওর শক্তিটা ফুটে ওঠে। বুমরাও সবার চেয়ে আলাদা। ওর বোলিং প্রথাগত নয় কিন্তু খুব কার্যকরী। ভারতের বোলিংয়ে দারুণ ভারসাম্য রয়েছে। এই কারণেই ওরা এক নম্বর। যে রকম ভাল ব্যাটসম্যান রয়েছে দলে, সে রকমই বিশ্বমানের বোলিং আক্রমণ ওদের”।
৬৯ বছর বয়সি প্রাক্তন নিউজিল্যান্ড পেসার নিশ্চিত, ক্রিকেটের প্রথাগত ফর্ম্যাটের দিকে নজর না রাখলে টি-টোয়েন্টি ক্রিকেট টিকে থাকবে না। তিনি জানান, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেট উঠে আসার পরে ক্রিকেটে অনেক বদল এসেছে। এই পরিস্থিতিতে তিনটে ফর্ম্যাটকেই একসঙ্গে টিকে থাকতে হবে। টি-টোয়েন্টি ফর্ম্যাট ক্রিকেট বিশ্ব শাসন করছে এটা আমি দেখতে চাই না।’’