পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যপাল কিছু মন্তব্য করেছেন। তিনি নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকেও পাঠিয়েছিলেন। সেই প্রসঙ্গে শুক্রবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁর অভিযোগ, ‘রাজ্যপাল পুরনির্বাচনের সময় নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আমি দেখা করে তাঁর কাছে জানতে চাইব, আপনি যে পদে আছেন, সেই পদে থেকে এই ধরনের কাজ করা উচিত হচ্ছে কি?’
পার্থ বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলগুলির অবস্থা সবাই দেখেছে। কয়েকটি দল মিউজিয়াম ও ভেন্টিলেশনে চলে গেছে। মিডিয়া তাদের টেনে বের করছে। গণতন্ত্র নিয়ে প্রশ্ন করছেন। ভারতের অন্যান্য রাজ্যে গণতন্ত্র তো দেখছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে চলেছেন। কোনও কথা না বলে রাজ্যপালের উচিত মমতার উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করা। শুধু সরকারকে বিব্রত করার জন্য রাজভবনকে ব্যবহার করব, এটা পরম পরিতাপের ও দুঃখের। মুখ্যমন্ত্রী কিন্তু কারও সম্পর্কে কিছু বলছেন না। আসুন সকলে মিলে তাঁর হাত শক্ত করি। রাজ্যপাল ঠিকই করে নিয়েছেন প্রতিদিনই তাঁকে মিডিয়ায় থাকতে হবে। এটা ঠিক হচ্ছে না’।
পার্থ আরও বলেন, ‘তিনি টি এন শেষন হতে চাইছেন। নির্বাচন কমিশনের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাইছেন। বিজেপি–র নেতারা নির্বাচন কমিশনকে যে ধরনের কথাবার্তা বলছেন, তাঁদের মুখপাত্র হয়ে রাজ্যপাল একই কথা বলছেন। আমার একটাই বক্তব্য, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া উচিত। এখানে রাজ্যপাল হস্তক্ষেপ করবেন কেন? নির্বাচন কমিশনের ওপর বিশ্বাস রাখা উচিত। রাজ্যপাল কি সব বিষয়ে কথা বলার মালিক? নির্বাচন কমিশনারকে ডেকে বলছেন এটা করতে হবে, ওটা করতে হবে— এসব তিনি বলতে পারেন না। তিনি একজন সম্মাননীয় ব্যক্তি। আমি তাঁকে শ্রদ্ধা করি। তিনি যা করছেন, তা বাংলার মানুষ মেনে নেবেন না। ওঁর বোধহয় রাজভবনে বসে ঠান্ডা লাগছে। বাইরে ঘোরাঘুরি করলেই পারেন।’