শুধু ব্যাটেই নয়, ডিসিশন রিভিউ সিস্টেম নেওয়ার ক্ষেত্রেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। শনিবার হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে লাঞ্চের পরে দ্বিতীয় ওভারেই ফিরতে হল ভারতের অধিনায়ককে। ১৫ বলে ৩ করে টিম সাউদির বলে এলবিডব্লিউ হলেন বিরাট। ডিআরএস নিয়েছিলেন কোহলি। কিন্তু লাভ হয়নি। ড্রেসিংরুমে ফিরতে হয় তাঁকে।
ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও কোহলির দুঃসময় প্রতিফলিত। টেস্ট ক্রিকেটে এলবিডব্লিউ হয়ে ১৩ বার ডিআরএস নিয়েছিলেন তিনি। যার মধ্যে আউটের সিদ্ধান্ত প্রত্যাহার হয়েছে মাত্র দু’বার। বাকি ১১বারই তিনি আউট হয়েছেন।
নিউজিল্যান্ডে চলতি সফরে টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ মিলিয়ে এখনও পর্যন্ত মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। এই সফরে ১০ ইনিংসে তাঁর ব্যাটে এসেছে মাত্র ২০৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে গত ২১ ইনিংসে একটাও সেঞ্চুরি পাননি কোহলি।