গত ১৬ জানুয়ারি দিলীপ ঘোষ দ্বিতীয় দফায় তিন বছরের জন্য ফের রাজ্য বিজেপি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এরপর একমাসের বেশি সময় কেটে গেলেও রাজ্য কমিটি তৈরি হয়নি। যা কার্যত বেনজির বলে মনে করছেন রাজ্য বিজেপির একাংশ। বঙ্গ বিজেপি’র নয়া রাজ্য কমিটি গঠন ঘিরে দলীয় স্তরে চূড়ান্ত মতানৈক্য সামনে আসছে। দিলীপ ঘোষের নতুন ‘টিম’-এ কারা জায়গা পাবেন, তা নিয়ে চলছে লবিবাজি। পূর্ণাঙ্গ রাজ্য কমিটি ঘোষণার দিনক্ষণ ক্রমেই পিছিয়ে যাওয়ার ঘটনা থেকে স্পষ্ট, রাজ্য নেতৃত্ব এ নিয়ে দোলাচলে রয়েছে।
দলের অপর একটি অংশের দাবি, সম্প্রতি বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মধ্যে সমন্বয়ের অভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে। ভিন দল থেকে আসা নেতা-কর্মীরা পার্টি লাইনের বাইরে গিয়ে বহু কাজ করছেন। যা দলের এবং সঙ্ঘের ভাবমূর্তিতে আঘাত দিচ্ছে বলেও মত ৬ মুরলীধর সেন লেনের ওই নেতাদের। তাঁদের কথায়, ২০১৯ সালের লোকসভা ভোটে আশাতীত সাফল্য পেয়ে বহু কর্মী-নেতার মাথা ঘুরে গিয়েছে। অনেকে ভেবেই নিয়েছেন, ২০২১ সালে বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে। কিন্তু এই রাস্তা যে কত কঠিন, তা উপলব্ধি করা যাবে আসন্ন পুরসভা ভোটে।
দলের প্রবীণ নেতাদের দাবি, আসন্ন পুরসভা ভোটের দিকে নজর না দিয়ে ক্ষমতায় টিকে থাকার লড়াইতেই ব্যস্ত থাকছেন রাজ্য নেতাদের অধিকাংশ। ফলে স্থানীয় সরকার গঠনের লড়াইয়ে আমরা নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে ক্রমেই পিছিয়ে যাচ্ছে বিজেপি। ওই নেতাদের দাবি, সর্বসম্মতভাবে রাজ্য কমিটির পূর্ণাঙ্গ খসড়া তালিকা দিল্লিতেও পাঠানো যায়নি। প্রসঙ্গত, এই কমিটি ঘোষণার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন দরকার হয়। যা নিয়েও গা ছাড়া মনোভাব দলের শীর্ষ নেতৃত্বের।