মাসখানেক আগেই বাংলায় বেজে গিয়েছে পুরভোটের দামামা। যেহেতু আগামী বছর রাজ্য বিধানসভার ভোট। তাই এই আসন্ন পুরভোটই হল তার সেমি ফাইনাল। ফলে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। আগামী ২ মার্চই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সভার প্রস্তুতি শুরু করে দিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মার্চ দলনেত্রীর সভার দিন সকাল দশটার মধ্যে নিজের আসনে বসে পড়তে হবে। প্রতিনিধিদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন অভিষেক। তবে সশরীরে না, ভিডিও বার্তায় ওই মিটিংয়ের প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ তৃণমূলের সমস্ত সাংগঠনিক জেলায় নেতৃত্ব মিটিংয়ের বাছাই করা প্রতিনিধিদের নিয়ে প্রস্তুতি বৈঠক করছে। সেখানেই মিনিটি কুড়ির ভিডিওতে অভিষেক সতীর্থদের মিটিংয়ের বিষয়ে নির্দেশাবলি দেন। তৃণমূল সূত্রের মতে, দলের নানা স্তরের জনপ্রতিনিধি, দল ও শাখা সংগঠনের নেতৃত্বকে নিয়ে হতে যাওয়া এই বৈঠকের গুরুত্ব কতখানি, তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক। জেলায় জেলায় প্রস্তুতি মিটিং শুরু হয়েছে। সর্বত্র এই ভিডিও ক্লিপিং দেখানোর ব্যবস্থা করা হয়। স্টেডিয়ামের মিটিংয়ে প্রবেশের বিষয়েও বিশদে জানিয়েছেন তিনি। প্রতিনিধিদের নাম ধরে ধরে আসন থাকবে। প্রত্যেককে তা মেনে চলতে হবে।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী উপস্থিত না হতে পারলে সেখানে তাঁর মোবাইল ভাষণ শোনানো হত। কিন্তু দলের কর্মীদের রুদ্ধদ্বার বৈঠকে ভিডিও বার্তা দেওয়ার ঘটনা এই প্রথম। বস্তুত পেশাদারিত্ব আর শৃঙ্খলার এক নজির গড়তে চলেছে তৃণমূল। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের হাত ধরে তৃণমূলের প্রচার থেকে সমস্ত কর্মকাণ্ডে পরিকল্পনার ছাপ ক্রমে স্পষ্ট হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবারের সভার প্রবেশপত্রে বারকোড ও প্রতিনিধির নাম উল্লেখ থাকছে। রাজ্যে অন্য কোনও দলের সভায় এভাবে প্রতিনিধি পরিচিতি ব্যবহারের চল নেই।