দিল্লীর হিংসায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩৯। তবে পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে আর কোনও হিংসার খবর আসেনি। ফলে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা শিথিল করে দেওয়া হবে। এ দিকে, বিতর্কের কেন্দ্রে থাকা দিল্লী পুলিশেরে প্রধান অমূল্য পট্টনায়েকের জায়গায় দিল্লী পুলিশ কমিশনারের পদে আনা হয়েছে এসএন শ্রীবাস্তবকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ‘গত ৩৬ ঘণ্টায় উত্তরপূর্ব দিল্লীতে বড় কোনও ঘটনার খবর আসেনি।’ সেই কারণেই উত্তরপূর্ব দিল্লীতে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা শুক্রবার ১০ ঘণ্টার জন্য (সকাল ৪টে থেকে ১০টা এবং বিকেল ৪টে থেকে ৮টা) তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক। মানুষ যাতে কোনও গুজবে কান না-দেন, সেই আর্জিও জানানো হয়েছে বিবৃতিতে। মন্ত্রকের কথায়, ‘দিল্লীর ২০৩টি থানার মধ্যে শুধুমাত্র ১২টি থানায় এই হিংসার প্রভাব পড়েছে।’
হিংসায় নষ্ট হওয়ায় সরকারি সম্পত্তি ও ধ্বংসস্তূপ সাফাইয়ের কাজ শুরু করেছে পূর্ব দিল্লী পুরনিগম। খুলতে শুরু করেছে দোকানপাট। তাও প্রতি রাস্তায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
এ দিকে, হিংসার ঘটনায় বিভিন্ন মহলে প্রবল বিতর্কের মুখে পড়ে দিল্লী পুলিশ। দিল্লী পুলিশের প্রধান শনিবার অবসরগ্রহণ করছেন। তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস অফিসার এসএন শ্রীবাস্তবকে। দিল্লীর হিংসা ছড়িয়ে পড়ার পরই তাঁকে সিআরপিএফ থেকে তুলে এনে স্পেশ্যাল কমিশনারের পদে বসিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।