লোকসভা ভোটের পরে গেরুয়া শিবিরে নাম লেখানোর যে হিড়িক উঠেছিল তা এখন অনেকটাই ফিকে। একের পর দলীয় কার্যালয়, গ্রাম পঞ্চায়েত ফের দখলে আসছে তৃণমূলের। এবার তৃণমূলের দখলে এল তেঁতলো গ্রাম পঞ্চায়েত।
বিজেপি প্রধানকে দলে যোগদান করিয়ে বলরামপুরের তেঁতলো গ্রাম পঞ্চায়েত দখলে নিল তৃণমূল। গতকাল তৃণমূল জেলা সদর দফতরে বিজেপি প্রধান সুমিত্রা মাজির হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী শান্তিরাম মাহাতো।
এদিন শান্তিরাম বলেন, অনেক দিন আগে থেকেই তেঁতলো গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের দলে যোগ দেওয়ার জন্যে যোগাযোগ করছিলেন। আজ ওনার যোগদানে ওই গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে এল।
দলে আসা প্রধান সুমিত্রা মাজি বলেন, বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। তাই উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলে যোগ দিয়েছি।