দিল্লী হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে বদলি করা হল। তাঁর এজলাসে চলছিল রাজধানীতে চলতি হিংসা মামলার শুনানি। বুধবারই সকালে এই মামলায় কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং দিল্লী পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি এস মুরলীধর। তারপর রাতেই তাঁকে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করা হয়েছে। গোটা ঘটনাকে মোদী সরকারের বদলার রাজনীতি হিসাবেই দেখছে বিরোধীরা।
দিল্লী হাইকোর্টের তৃতীয় প্রবীণতম বিচারপতি হলেন এস মুরলীধর। তাঁকে বদলির বিষয়ে গত ১২ ফেব্রুয়ারি সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলিজিয়াম। এর ঠিক দু’সপ্তাহ পরে বুধবার রাতে কেন্দ্রের তরফে বিচারপতি এস মুরলীধরের বদলির নির্দেশিকা জারি করা হল।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংবিধানের ২২১(১) ধারায় অর্পিত ক্ষমতা বলে দেশের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে দিল্লী হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে বদলি করছেন রাষ্ট্রপতি। তাঁকে অবিলম্বে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে দায়িত্বভার গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
গত সপ্তাহেই বিচারপতি এস মুরলীধরের বদলির নিন্দা করেছিল দিল্লী হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। এই পদক্ষেপ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টের কলিজিয়ামের কাছে দাবি জানিয়েছিল তারা। কিন্তু সেই আপত্তি শেষপর্যন্ত ধোপে টিকল না।