কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মুখোমুখি হওয়ার আগে দিল্লীর অশান্তি নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘নরক’ নামে ওই কবিতাটি বাংলা, হিন্দী ও ইংরাজি-তিনটি ভাষাতেই লিখেছেন তিনি৷ বুধবার ফেসবুকে কবিতাটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
দিল্লীর মৃত্যুমিছিল নিয়ে নিজের মনের উদ্বেগ ওই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ৩ টে নাগাদ সোশ্যাল মিডিয়ায় ‘নরক’ শিরোনামে কবিতাটি পোস্ট করেন বাংলার মুখ্যমন্ত্রী। দিল্লীর হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন এটা ‘স্বর্গ পেরিয়ে নরকে’ যাওয়ার মতো ঘটনা। এত মানুষের মৃত্যু, রক্তপাত নিয়ে কালই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এদিন কবিতায় লিখলেন, ‘হোলির আগেই রক্তের হোলি’ খেলা হচ্ছে।
নরেন্দ্র মোদীর জমানায় গণতন্ত্র মাটিতে লুটোচ্ছে বলে প্রায়ই অভিযোগ করেন তৃণমূলনেত্রী। এদিনের কবিতায় তাঁর কলম থেকে বেরিয়ে এল ঝাঁঝালো শব্দ। লিখলেন, ‘বন্দুকের নলের তুফানে দেশ, শান্ত দেশ অশান্ত হল, গণতন্ত্র কি তবে শেষ?’
কবিতার শেষ স্তবকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কে দেবে এর উত্তর? আর কি হবে এর সমাধান। তুমি-আমি-নীরব-বধির, নরক হল পীঠস্থান।’ দিল্লীর অবস্থাকে নরকের সঙ্গে তুলনা করেছেন মমতা। দিল্লীর হিংসা নিয়ে তিনি যে কোনও রাজনীতি চান না তা গতকালই স্পষ্ট করেছিলেন মমতা। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘খুব স্পর্শকাতর পরিস্থিতি। প্লিজ তোমরা কেউ পলিটিক্স কোরো না!’ অনেকের মতে, এদিন তাঁর কবিতায় নাম না করে গেরুয়া শিবিরকেই আক্রমণ করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।