মাসখানেক আগেই বাংলায় বেজে গিয়েছে পুরভোটের দামামা। যেহেতু আগামী বছর রাজ্য বিধানসভার ভোট। তাই এই আসন্ন পুরভোটই হল তার সেমি ফাইনাল। ফলে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। পুরভোটের কৌশল ঠিক করতে ঘন ঘন বৈঠকেও বসছেন তৃণমূল নেতৃত্ব। এরই মধ্যে এবার দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ করতে নতুন স্লোগান তুললেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘আমি-আপনি নয়, আমরা সবাই’- মঙ্গলবার উত্তর কলকাতার এক সভায় নেতাকর্মীদের সামনে চালানো হল অভিষেকের এই নতুন স্লোগানের ভিডিও।
শুধু উত্তর নয়, এই স্লোগান দক্ষিণ, মধ্য-সহ গোটা শহর এবং রাজ্যে ছড়িয়ে দিতে চায় তৃণমূল। তাই গতকালের মতো আজ ঠিক একইভাবে দক্ষিণ কলকাতায় কাউন্সিলর, বিধায়ক, সাংসদ সহ সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হবে সভা। এদিন গুজরাটি ভবনে বৈঠক থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী। থাকার সম্ভাবনা রয়েছে অভিষেকেরও। তবে তিনি না থাকলেও তাঁর ওই একই ভিডিও বার্তার এই বৈঠকের চালানো হবে বলেই সূত্রের খবর। অভিষেকের এই নয়া স্লোগানে কলকাতার নেতা-কর্মীরা তো উজ্জীবিত হবেনই, পাশাপাশি রাজ্যের পুরভোটের আগে এই স্লোগান জনসংযোগের কাজ করবে বলেও মনে করছে তৃণমূল।