গত তিন দিন ধরে দিল্লীতে গোষ্ঠী সঙ্ঘর্ষে প্রাণ গিয়েছে ২১ জনের। সেই মৃত্যু মিছিল বাড়ছেই। এ হেন পরিস্থিতিতে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দুপুরে টুইট করে তিনি বলেন, ‘সকাল থেকে সবিস্তারে রিভিউ মিটিং করেছি। পুলিশ এবং অন্যান্য এজেন্সি শান্তি ও স্বাভাবিক অবস্থা ফেরানোর জন্য সবরকম চেষ্টা করছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শান্তি ও সৌভ্রাতৃত্বই আমাদের ঐতিহ্য। দিল্লির সমস্ত ভাই বোনেদের কাছে আবেদন করছি শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখুন।’
গত তিন দিন ধরে দিল্লিতে অশান্তি যখন তুঙ্গে, সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তার ব্যস্ত ছিলেন মোদী। ওই সময়ে রাজধানীর পরিস্থিতি নিয়ে একটি শব্দও খরচ করতে দেখা যায়নি তাঁকে। তা নিয়ে সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরাও।তবে প্রধানমন্ত্রী জানিয়েছেন দিল্লির বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি।
এর আগে, দিল্লীর পরিস্থিতি নিয়ে এ দিন দুপুরেই সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী। মানুষের মনে ঘৃণা এবং আতঙ্ক ছড়ানোয় সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একহাত নেন তিনি। প্রশ্ন তোলেন, মৃতের সংখ্যা ২০ ছুঁলেও কেন্দ্রীয় নেতৃত্ব কেন চুপ? দিল্লীর আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফার দাবিও তোলেন সোনিয়া। তার পরই টুইটারে নীরবতা ভাঙেন মোদী।