সিএএ ইস্যুতে হত চারদিন ধরে ধ্বংসাত্মক রূপ নিয়েছে রাজধানী। পাথরবৃষ্টি থেকে শুরু করে গুলি, দোকান ভাঙচুর, হিন্দু-মুসলিম মারপিঠ, সবই যেন স্বাভাবিক। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৭ থেকে বেড়ে হয়েছে ১৮। এই আবহেই এবার রাজধানীর পথে নেমেছে হিন্দু-মুসলিম সকলে। তাদের বার্তা, তারা এক। কোনওভাবেই অশান্তিকর পরিবেশ ছড়াতে দেবে না তারা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশি কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, পথে নেমে, কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে হিন্দু-মুসলিম সকলে। তাদের বক্তব্য, ‘হাম সব এক হ্যায়, হিন্দু-মুসলিম-শিখ-জৈন সকলে আমরা এক। হিন্দুও জিন্দাবাদ, মুসলমানও জিন্দাবাদ’।
এদিন সকাল থেকেই উত্তর-পূর্ব দিল্লীর বিভিন্ন জায়গায় চলছে পুলিশি টহলদারি। মঙ্গলবার দুপুর দু’টোর পর থেকে দিল্লীর ভজনপুরায় দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়ার ঘটনা ঘটে। রড, বাঁশ নিয়ে হামলা চালাতে শুরু করে এক গোষ্ঠী। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু যখন এই গণ্ডগোল শুরু হয় তখন তল্লাটে পুলিশ দেখতে পাওয়া যায়নি।
এই পরিস্থিতির মধ্যেই সাথে থাকার বার্তা দিচ্ছেন সব ধর্মের মানুষ। তাদের বক্তব্য, দিল্লীর এই উত্তপ্ত পরিস্থিতিতে যা হচ্ছে, মানুষ যেন তাতে আতঙ্কিত না হন। এবং ঘৃণা বিদ্বেষ দুরে ঠেলে সকলে একসঙ্গে থাকবে, সকলে এক। কেউ কারও থেকে আলাদা নয়। কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যেন তারা তৈরি হতে না দেন।