উড়িষ্যা সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার পুরীর জগন্নাথদেবের মন্দিরে যাবেন তিনি৷ সেখানে তাঁর পুজো দেওয়ার কথা রয়েছে। এরপর আগামী কাল, বৃহস্পতিবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠক করবেন মমতা।
প্রসঙ্গত, আগামী শুক্রবার ভুবনেশ্বরের একটি পাঁচতারা হোটেলে হতে চলেছে ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরহিত্যে এই বৈঠকে আমন্ত্রিত ৫টি রাজ্য বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবরা। মূলত এই কারণেই উড়িষ্যা গিয়েছেন মমতা।
সেদিন ইস্টার্ন রিজিওনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে, ওই বৈঠকে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের সঙ্গে সম্পৃক্ত সমস্ত অন্তর্দেশীয় বর্ডারের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিতে পারেন তিনি।