দিল্লীতে অবিরত চলতে থাকা সংঘর্ষ নিয়ে আবারও সবর হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনবরত খোঁচা দিলেন কংগ্রেস-সহ বিরোধী দলদের৷ দিল্লীর সংঘর্ষে লাগাতার মৃত্যু প্রসঙ্গেও বেফাঁস মন্তব্য করলেন। তিনি বলে বসলেন, “যারা পুলিশকে পাথর মারছে, গুলি করছে, তাদের কি চা খাওয়ানো উচিত? তাঁদের সঙ্গে আরও কড়া আচরণ করা দরকার।
শনিবার থেকে লাগাতার হিংসার ঘটনায় উত্তপ্ত দিল্লী। বুধবার সকালেও চলছে অশান্তি। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২০। আহত প্রায় দেড়শোর উপর। এই ঘটনার প্রভাব পড়েছে গোটা দেশে।
দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, এক ভিডিয়োতে দেখা যাচ্ছে একা এক ব্যক্তিকে কয়েকজন ধরে পেটাচ্ছেন। অথচ কেউ তাদের আটকাচ্ছে না। জবাবে দিলীপ বলেন, “যারা পুলিশকে পাথর মারছে, গুলি করছে তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত ছিল? এই ধরনের যারা দুষ্কৃতী দেশে উৎপাত তৈরি করে তাদের সঙ্গে আরও কড়া আচরণ করা উচিত। দিল্লী জ্বালাবার জন্য যারা আছেন আমি তাদের প্রশংসা করছি”।
এদিনের সাংবাদিক বৈঠকে লোকসভা কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকেও খোঁচা মারেন দিলীপ। সনিয়া গান্ধীকে আমন্ত্রণ না জানানোর কারণে কংগ্রেসের বাকি নেতারাও এদিন বয়কট করেছেন মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রপতি ভবনের ডিনার। সেই নিয়েও তাকে খোঁচা দেন দিলীপ।