সোমবার সপরিবারে দু’দিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমদাবাদ হয়ে আগরা ছুঁয়ে রাজধানী দিল্লিতে পা রাখবেন তিনি। তা নিয়ে সাজো সাজো রব চারিদিকে। তারই মধ্যে ট্রাম্পের এই সফর নিয়ে কটাক্ষ করল শিবসেনা। শিবসেনার পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হল, ট্রাম্পের এই সফর থেকে প্রাপ্তি কিছুই মিলবে না। দরিদ্র এবং মধ্যবিত্তদের অবস্থা এতটুকুও বদলাবে না।
বড় ধরনের বাণিজ্য চুক্তির সম্ভাবনায় জল ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। তার পরেও ডোনাল্ড ট্রাম্পের সফর ঘিরে আড়ম্বরে খামতি নেই। এই নিয়েই সরব শিবসেনা। দলের মুখপত্র ‘সামনা’য় এ দিন বলা হয়, ‘‘ট্রাম্পের সফরে ভারতের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনে বিন্দুমাত্র পরিবর্তন আসবে না। তাই মানুষ এই সফর নিয়ে আগ্রহী এবং উৎসাহী কি না, এ প্রশ্ন আসছে কোত্থেকে? ট্রাম্পের সফর নিয়ে কোথাও যদি কোনও কৌতূহল থাকে, তা আমদাবাদেই, সফরের শুরুতেই যেখানে পা রাখলেন ট্রাম্প।
সামনায় আরও বলা হয়েছে, “ ট্রাম্প বলেছেন তিনি ব্যবসার জন্য ভারতে আসছেন। তার থেকেই বোঝা যাচ্ছে এই সফরের একমাত্র উদ্দেশ্যটা কি। গরীব ও মধ্যবিত্তদের জীবনে একফোঁটা পার্থক্যও আসবে না। ফলে মার্কিন প্রেসিডেন্টের সফরকে ঘিরে সাধারণ মানুষ কেন উৎসাহিত হবেন?’
চাঁচাছোলা ভাষায় সেনা জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশে ফিরে যাওয়ার পর ট্রাম্পের এই সফরের কোনও প্রভাবই ভারতে থাকবে না। কারণ ট্রাম্প এখানে ৩৬ ঘন্টার জন্য থাকবেন। যেখানে ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি হওয়ার কথা। কিন্তু ভারতের যে অর্থনৈতিক মন্দা চলছে তাতে ভারতের ব্যবসা দরকার আমেরিকার কাছ থেকে। পরিস্থিতি পরিবর্তনের জন্য।’