বেঙ্গালুরুতে ছিল সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ। সেই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) নেতা আসাদউদ্দিন ওয়াইসি। সেখানেই এক তরুণী মাইক নিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে শুরু করেন। তা শুনেই মঞ্চে উপস্থিত আসাদউদ্দিন-সহ অন্যান্যরা তাঁকে বাধা দেন। জানা গিয়েছে, ওই মহিলার নাম অমূল্য। রাষ্ট্রদ্রোহের অপরাধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি, অমূল্য নামে ওই যুবতী তাঁর ফেসবুকে প্রথমে ‘জিন্দাবাদ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান’ লেখেন। ব্যাখ্যা দেন, ছোট থেকে নিজের মাতৃভূমি ও প্রতিবেশী দেশগুলিকে শ্রদ্ধা করতে শেখানো হয়েছে। তাই প্রত্যেকের উচিত নিজের দেশ ও পড়শি দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এরপরই বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আয়োজিত সিএএ বিরোধী সভায় মঞ্চে উঠে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন তিনি।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যাতে দেখা যাচ্ছে, মাইক কেড়ে নেওয়ার চেষ্টা হলেও ওই তরুণী কিছুতেই তা ছাড়তে চাইছেন না। তার পর মঞ্চে পুলিশ উঠে তাঁকে আটক করে নিয়ে যায়। বেঙ্গালুরুর সিনিয়র পুলিশ অফিসার বি রমেশ বলেছেন, ‘‘তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪এ (দেশদ্রোহিতা), ১৫৩এ এবং বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।’’
ডিসিপি বেঙ্গালুরু (পশ্চিম) বি রমেশ জানিয়েছেন, অমূল্য নামে ওই যুবতীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, উসকানি দেওয়া, বিভেদ তৈরির চেষ্টার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে। জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার অমূল্যকে আদালতে পেশ করা হবে।