এদিন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের জন্মজয়ন্তীর অনুষ্ঠান ছিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই বক্তৃতা দিতে গিয়েই নিজের নীতি সম্পর্কে একটি দারুন মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘কেউ কেউ বলে আমি মুসলমান তোষণ করি। কিন্তু আমি আসলে মানবতার তোষণ করি।’
এদিনের বক্তব্যে মমতা সরাসরি বিজেপি বা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ না করলেও তাঁর কথার মধ্যে সেই ইঙ্গিত ছিল স্পষ্ট। তিনি বলেন, ‘আজকাল কেউ কেউ উদ্ভট ধর্মের কথা বলে। যাঁদের ভাল লাগবে ওঁরা তাঁদেরকেই রাখবে, আর যাঁদের ভাল লাগবে না, তাঁদের বের করে দেবে। আমরা সেরকম ধর্মের বিশ্বাসী নয়।’
মমতা টেনে নিয়ে আসেন তাঁর শিকাগো সফর বাতিলের প্রসঙ্গও। বলেন, ‘আমাকে শিকাগো থেকে স্বামীজির অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল। আমি আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। কিন্তু পরে আমাকে জানানো হয় ওই অনুষ্ঠানটা বাতিল হয়েছে। আমি কিছু মনে করিনি। কারণ, আমি বুঝেছি ওঁদের উপরে চাপ তৈরি করা হয়েছিল।’
এর পরেই মমতা তোষণ প্রসঙ্গে টেনে আনেন। জানিয়ে দেন, তিনি আদৌ মুসলমান তোষণ করেন না। তিনি আসলে মানবতার তোষক। তবে এদিন তাঁর এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিজেপি যেভাবে মুখ্যমন্ত্রীকে একটি নির্দিষ্ট ধর্মের তোষণকারী বলে বারবার বিদ্ধ করেছে, এদিন সেই অপমানেরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।