পাকা সোনা ৪২ হাজার টাকা ছাড়িয়েছে। গয়নার সোনা জিএসটি যোগ করে ৪১,১৪৮ টাকা। সোনা কারবারিরা এর আগে এত উঁচু দাম কখনও দেখেননি। তাঁদের দাবি, ইতিমধ্যেই এর জেরে লেনদেন তলানিতে ঠেকেছে গয়নার বাজারে। এমনিতেই দেশ জুড়ে অর্থনীতি ঝিমিয়ে। রোজগার নিয়ে চিন্তিত বহু মানুষের জীবনে এ বার ধাক্কা দিল সোনা।
বঙ্গীয় স্বর্ণশিল্পি সমিতির বৌবাজার শাখার সম্পাদক সুব্রত করের আক্ষেপ, ‘‘কারিগরদের কাজ ৬৫% কমেছে। গয়নার মজুরিই ভরসা। গয়না তৈরি কমলে রুজিতে টান পড়ে। ফলে মার খাচ্ছি।’’
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শঙ্কর সেন বলেন, ‘‘সোনা দামি হওয়ায় পণ্য লেনদেন বাজারে সোনার চাহিদা বেড়েছে। কিন্তু কমেছে গয়না তৈরির জন্য চাহিদা।’’ স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, ‘‘ক্রেতারা দাম শুনে কম সোনায় কাজ সারছেন। সোনার কাটতি কমছে। প্রমাদ গুনছে গয়না ব্যবসা। অনেকেই পুরনো গয়না ভেঙে নতুন গড়াচ্ছেন।’’
কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম বাড়ল ৪৬৫ টাকা। নতুন রেকর্ড গড়ে তা দাঁড়াল ৪২,১১০ টাকায়। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গয়নার সোনা ছুঁল ৩৯,৯৫০ টাকা। বাড়ল ৪৪০ টাকা।
বিশেষজ্ঞদের দাবি, বিশ্ব জুড়ে শেয়ার বাজার টালমাটাল করোনাভাইরাসের জন্য। ফলে সোনায় লগ্নি বাড়ছে। তাই বাড়ছে চাহিদা। চড়ছে দাম। আর মাথায় হাত ব্যবসায়ীদের।