তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনার ফলে মৃত্যু হল কমপক্ষে ২১ জনের। সূত্রের খবর, আজ সকালে তিরুপুর হাইরোডে সংঘর্ষ হয় ট্রাক ও বাসের। যার ফলে গুরুতর জখম হন ২৩ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কর্ণাটকের বেঙ্গালুরু থেকে এর্নাকুলামের দিকে দুরন্ত গতিতে ছুটে আসছিল কেরলের সরকারি বাসটি। সেই বাসে ৫০ জন যাত্রী ছিল বলে খবর পাওয়া গিয়েছে। তিরপুরে হাইরোডে ট্রাকের কনটেইনারের সঙ্গে মুখোমুখি সংঘাত হয় বাসটির। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ আরও জানাচ্ছে যে, ট্রাকের টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ট্রাক থেকে কনটেইনার ছিটকে মাটিতে পড়ে যায়। সেই কনটেইনারের সঙ্গে ধাক্কা হয় বাসটির। প্রাথমিক উদ্ধার কাছে এগিয়ে আসেন স্থানীয়রা। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকের অবস্থাই বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।