বহু প্রতীক্ষিত একটি জয়ই বদলে দিয়েছে গোটা ইস্টবেঙ্গল শিবিরের মানসিকতা। আই লিগে অবনমনের আতঙ্ক কাটিয়ে উঠে ফের চনমনে হাইমে কোলাডো, লালরিনডিকা রালতেরা। ইন্ডিয়ান অ্যারোজকে হারিয়ে চব্বিশ ঘণ্টা আগে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল। আগামী রবিবার ইম্ফলে তাঁদের প্রতিপক্ষ আই লিগে পঞ্চম স্থানে থাকা ট্রাউ। তাই সময় নষ্ট না করেই বুধবার থেকে প্ৰস্তুতি শুরু করে দিলেন কোচ মারিও রিভেরা।
যুবভারতী সংলগ্ন মাঠে এ দিন সকালে ম্যাচ অনুশীলনের উপরেই বেশি জোর দেন লাল-হলুদ কোচ। ট্রাউ যে-হেতু প্রচণ্ড গতিতে আক্রমণাত্মক ফুটবল খেলে, তাই ইস্টবেঙ্গল কোচও গতিকেই অস্ত্র করতে চাইছেন। সেই সঙ্গে মেনে নিলেন, রক্ষণাত্মক খেলতে গিয়েই টানা তিন ম্যাচে জয় হাতছাড়া করেছে ইস্টবেঙ্গল। বললেন, ‘ওই তিনটি ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়িয়েছে দল।’ যোগ করেন, ‘দল জয়ের সরণিতে ফেরায় ভাল লাগছে। তার চেয়েও বেশি মুগ্ধ করেছে ফুটবলারদের মানসিকতা।’
এ দিন অনুশীলনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বিদ্যাসাগর সিংহ। মারিও বললেন, ‘দুশ্চিন্তার কোনও কারণ নেই। পেটের সমস্যা থেকেই অসুস্থ হয়ে পড়েছিল বিদ্যাসাগর।’ তবে রক্ষণ নিয়ে অস্বস্তি অবশ্য থেকেই গিয়েছে লাল-হলুদ শিবিরে। সেইজন্য এ দিন ডিফেন্ডারদের আলাদা করে অনুশীলন করান মারিও।