আসামের নাগরিকপঞ্জী নিয়ে মুখ খোলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনটি এফআইআর দায়ের করল আসাম পুলিশ।
নিদৃষ্ট অভিযোহের ভিত্তিতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ১২০বি, ১৫৩এ, ২৯৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছে আসাম পুলিশ। গত মঙ্গলবার ডিব্রুগড়ের নাখারকাটিয়া থানায় অভিযোগের দায়ের করে বিজেপির যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা।
দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক অনুষ্ঠানে আসামের নাগরিকপঞ্জী নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, “বিজেপি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে। রাজনীতিক উদ্দেশ্যে ৪০ লাখ মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ভোটে জেতার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করছে বিজেপি। একাত্তরের মার্চ পর্যন্ত যারা এসেছেন তারা এদেশের নাগরিক।” এই ইস্যুতে ‘গৃহযুদ্ধ’ শব্দ ব্যবহারের প্রথম থেকেই ঘোর বিরোধিতা করেছে বিজেপি। মমতার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলে থানায় অভিযোগ করে বিজেপির যুব শাখার।
রাজনৈতির বিশ্লেষখদের ব্যাখ্যা, একদিকে জাতীয় স্তরে মোদীর ক্যারিশমা অস্তমিত। বিজেপির ভুয়ো প্রতিশ্রুতিও ধরে ফেলেছেন দেশবাসী। অন্যদিকে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করে জাতীয় স্তরে বিরোধী জোট গঠনের প্রধান রূপকার তৃণমূল সুপ্রিমোই। তাই তাঁকে ১৯শের ভোটের আগে মমতাকে আটকাতে মরিয়া গৈরিক শিবির। তাই আসাম ইস্যুতে মুখ খোলাকেই হাতিয়ার করে ক্ষমতার অপব্যবহারে নেমেছে মোদী শাহ জুটি।