২৯ জানুয়ারি জলঙ্গিতে সিএএ বিরোধী আন্দোলনে গুলি করে সালাউদ্দিন শেখ নামে এক আন্দোলনকারীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তামান্না ইয়াসমিনের স্বামী মিলটন শেখকে। শুক্রবার রাতে নিউটাউনের একটি চায়ের দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
সিএএ বিল পাশ করার পর থেকেই বিক্ষোভের আগুনে ফুঁসতে শুরু করে মুর্শিদাবাদ। রেল অবরোধ, ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ লেগেই ছিল। এই পরিস্থিতিতে ২৯ জানুয়ারি সকালে জলঙ্গির সাহেবনগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সিএএ বিরোধীরা। সেই সময় অবরোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়।
অবরোধকারীদের কানে পৌঁছয় গুলির শব্দ। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বৃদ্ধ। স্থানীয়দের নজরে আসার পর তাঁকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। গুলিবিদ্ধ অবস্থায় সালাউদ্দিন শেখ নামে এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় তাঁরও।