রমজান থাকলেও এপ্রিলেই পুরভোট হতে চলেছে রাজ্যে। খুব শীঘ্রই সেই ভোটের দিন ঠিক করে দেবে রাজ্য। সেটাই ঘোষনা করবে রাজ্য নির্বাচন কমিশন৷ এমনটাই জানা গেল রাজ্য নির্বাচন কমিশন সুত্রে। ১২ মার্চ সেই ঘোষণা হতে পারে। মনে করা হচ্ছে দুই বা তিন দফায় হতে পারে সেই নির্বাচন। সেই সঙ্গে এটাও জানা গিয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে তার ভিত্তিতেই নেওয়া হবে পুরভোট।
এদিকে সোমবার ৯২টি পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেছে। আগেই ১৭টি পৌরসভা এবং পৌরনিগমে সেই কাজ সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের দিন থেকে ১০ সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই। অর্থাৎ ২৭ মার্চের পর যে কোনও দিন ভোটগ্রহণ হতে পারে। সেই সূত্রেই শোনা যাচ্ছে এপ্রিলে কলকাতা পৌরনিগমের নির্বাচন দিয়ে শুরু হতে পারে পুরভোট।
২৭ মার্চ শেষ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তারপর আর প্রচারে কোনও বাধা নেই । সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের ১০ সপ্তাহের মধ্যে ভোট করা যায় না ঠিকই, তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে কোনও অসুবিধা নেই । সেই সূত্রে মার্চে ঘোষণা হতে পারে কলকাতা পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ । মার্চের শেষ সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে মনোনয়ন প্রক্রিয়া । ট্র্যাডিশন বলছে, কলকাতা পৌরনিগমের সঙ্গে অন্য পৌরসভা এবং পৌরনিগমের নির্বাচন করা হয় না । প্রশান্ত কিশোরও নাকি কলকাতা পৌরনিগমের নির্বাচন আগে করার জন্য তৃণমূল নেত্রীকে পরামর্শ দিয়েছেন।