সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রায় দু’মাস ধরে রাত জাগছে দিল্লীর শাহিনবাগ। কলকাতার পার্কসার্কাসেও চলছে অবস্থান। শুধু তাই নয়। দেশের বিভিন্ন প্রান্তেই এখনও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলছে অনবরত বিক্ষোভ। শুক্রবার জয়পুরে এমনই এক নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভস্থলে আচমকাই হাজির হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সেখানে তিনি বলেন, আমার বাবা-মা কোথায় জন্মেছিলন আমি জানি না। আমাকেও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানান, দেশে শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্য সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহার করা হোক।
প্রসঙ্গত, জয়পুরের যে অঞ্চলে অবস্থান চলছে, তাকে বলা হচ্ছে রাজস্থানের শাহিনবাগ। সেখানে দাঁড়িয়ে গেহলট বলেন, রাজ্য সরকার আন্দোলনকারীদের পাশে আছে। যদি প্রয়োজন হয় তবে প্রথমে ডিটেনশন সেন্টারে যাবেন তিনি নিজে। তাঁর কথায়, ‘আমি যদি নিজের সম্পর্কে সব তথ্য না দিতে পারি, তাহলে আমাকেও ডিটেনশন সেন্টারে যেতে বলা হবে। আমি জানি না, আমার বাবা-মা কোথায় জন্মেছিলেন। আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি সেরকম পরিস্থিতি আসে, আমি সবার আগে ডিটেনশন সেন্টারে যাব।’ তাঁর মতে, ‘সরকারের আইন আনার অধিকার আছে। কিন্তু সরকারের উচিত মানুষের সেন্টিমেন্ট বোঝা।’