ফের কুকথা দিলীপ ঘোষের। পার্ক সার্কাস এবং শাহিনবাগের বিক্ষোভকারীদের ‘গরিব’, ‘অশিক্ষিত’ বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। বিদেশের টাকায় আন্দোলনকারীরা বিরিয়ানি খাচ্ছেন বলেও কড়া ভাষায় আক্রমণ তাঁর।
দলের বিধায়ক, সাংসদ ও রাজ্য স্তরের পদাধিকারীদের নিয়ে আইসিসিআরে শুরু হয়েছে বিজেপির সাংগঠনিক বৈঠক। শনিবার সেখানেই বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লীর শাহিনবাগ এবং কলকাতার পার্ক সার্কাসে মহিলাদের আন্দোলন নিয়ে সুর চড়ান তিনি। গেরুয়া শিবিরের নেতা বলেন, ‘যাঁরা শাহিনবাগে বলেছিলেন কাগজ দেখাবো না। তাঁরা দিল্লীতে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটার কার্ড দেখাচ্ছেন। ভোট দেওয়ার জন্য কাগজ দেখাচ্ছেন। বোরখা পরা অশিক্ষিত, অসচেতন, গরিবরাই পার্ক সার্কাস, শাহিনবাগে আন্দোলন করছেন। বিদেশের পয়সায় বিরিয়ানি ভোজ খাওয়ানো হচ্ছে। গণতন্ত্র আজাদির ফ্যাশন হয়ে গিয়েছে। সুবিধা নিয়ে গণতন্ত্র নেই বলে চিৎকার করছেন আন্দোলনকারীরা।’
বিজেপি রাজ্য সভাপতির ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। দিলীপকে জোরাল আক্রমণ করেছেন বিরোধীরা। তাঁদের কথায়, ‘দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেন দিলীপ। দেশ ভাঙতে অস্ত্রশস্ত্র নিয়ে একাধিক ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছেন।’
উল্লেখ্য, দিল্লীর শাহিনবাগের আন্দোলনকারীদের মতোই কলকাতার পার্ক সার্কাস ময়দানেও অবস্থান বিক্ষোভে বসেছেন কয়েকশো মহিলা। বিভিন্ন বয়সের মহিলারা অবস্থানে অংশ নিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য একটাই, ‘সিএএ-এনআরসি মানছি না, মানব না।’