আসন্ন টেস্ট সিরিজে ভারতকেই এগিয়ে রাখছেন টার্নার। নিউজিল্যান্ডের প্রাক্তণ অধিনায়ক গ্লেন টার্নার বেশ অবাকই যে, তাঁর দেশকে যে কিছুটা হলেও ফেভারিট ধরা হচ্ছে। টার্নারের বিশ্বাস, বুমরাহ এবং মহম্মদ শামি টেস্ট সিরিজে স্বমহিমায় ফিরবেন।
২১ ফেব্রয়ারি শুরু হচ্ছে প্রথম টেস্ট। টি-টোয়েন্টি সিরিজ ৫-০ হোয়াইটওয়াশ করার পরে ওয়ান ডে সিরিজে পাল্টা ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে বিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান মনে করছেন, “বুমরাহ এবং শামির বল সুইং করানোর ক্ষমতা ভারতের জন্য বাড়তি শক্তি হয়ে দেখা দেবে টেস্টে। এই মুহূর্তের বিচারে হয়তো সামান্য এগিয়ে নিউজিল্যান্ড আর সেটা দেখে আমি বেশ অবাক। ভারত অনেক সুযোগ তৈরি করেছিল এবং যে রকম খেলেছে, তার চেয়ে অনেক ভাল ওরা খেলার ক্ষমতা রাখে”।
ভারতীয় পেসারদের নিয়ে প্রশংসাই শোনা যাচ্ছে তাঁর মুখে। বলে দিচ্ছেন, ‘‘শামি দেখিয়ে দিয়েছে, ও খুব বড় প্রতিভা। পরিশ্রম করতে পারে। টেস্ট শুরু হলে ওয়ান ডে বোলিংয়ের ধরন ভুলে যেতে হবে। এবং, আমার মনে হচ্ছে, এখনও পর্যন্ত যে রকম দেখা গিয়েছে, টেস্ট সিরিজে তার চেয়ে ভাল ফর্মে দেখা যাবে ভারতীয় পেসারদের।’’
বুমরাহ প্রসঙ্গে তিনি বলছেন, ‘‘অন্য রকম বোলিং অ্যাকশন হলেও বুমরাহর সহজাত প্রতিভা রয়েছে। পিচে পড়ার পরে ওর বল প্রত্যাশার তুলনায় জোরে আসে। সেই সঙ্গে নিশানাও দারুণ। ওয়ান ডে ক্রিকেটে ১০ ওভার বোলিং করছে ও।