নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি বা ভোটের আগে তাঁর দেওয়া প্রায় সমস্ত কথাই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল রাজ্যবাসীকে পানীয় জল পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল তাঁর সরকার। সেই মতো চলতি বছরের পুরভোটের আগেই রাজ্যের আটটি গুরুত্বপূর্ণ পুরসভায় পরিস্রুত পানীয় জলপ্রকল্পের কাজ শেষ হয়েছে। যার দ্বারা কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে। মার্চ মাসেই এই জলপ্রকল্পগুলির উদ্বোধন হবে বলে জানা গিয়েছে। এর জন্য ৪২৩ কোটি টাকার ওপরে খরচ হয়েছে।
কলকাতা লাগোয়া যেসব পুরসভায় বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে, সেগুলি হল, শ্রীরামপুর, উত্তরপাড়া, চন্দননগর, দমদম, বিধাননগর, বরানগর, হাওড়া ও উলুবেড়িয়া। শ্রীরামপুরে ৭০ কোটি টাকা খরচ করে জলাধার, পাইপলাইন তৈরি করা হচ্ছে। উত্তরপাড়ায় খরচ হয়েছে ৩০ কোটি টাকা। চন্দননগর পুরসভায় ২০ কোটি টাকা খরচ করে জলপ্রকল্প তৈরি হয়েছে। দমদম পুরসভায় ৩২ কোটি টাকা খরচ হয়েছে।
বিধাননগর পুরসভায় ১১৬ কোটি টাকা খরচ করে দুটি জলাধার, ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। বিধাননগরে ভূগর্ভস্থ জল তোলা বন্ধ করতে উদ্যোগী হয়েছে পুরদপ্তর। বরানগর পুরসভায় ১০ কোটি টাকা খরচ করা হয়েছে। হাওড়ায় ৭০ কোটি টাকা এবং উলুবেড়িয়ায় ৭৫ কোটি টাকা খরচ করা হয়েছে। এভাবে মোট ৪২৩ কোটি টাকা খরচ করে ওই আটটি পুরসভায় জলপ্রকল্প তৈরি হয়েছে। এপ্রিল মাসে যেহেতু পুরসভার ভোট রয়েছে, তাই তার আগেই অর্থাৎ মার্চ মাসে এগুলির উদ্বোধন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এছাড়াও আরও কিছু বড় পুরসভায় জলপ্রকল্পের কাজ জোরকদমে চলছে। কোথাও ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হচ্ছে, কোথাও জলাধার, কোথাও আবার নতুন করে পাইপলাইন বসছে। এর জন্য কয়েকশো কোটি টাকা খরচ করা হচ্ছে। সেই সব প্রকল্পের কাজ আগামী বছরের মধ্যে শেষ করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে সোনারপুর-রাজপুর, দক্ষিণ দমদম, উত্তর দমদম, মহেশতলা, কাঁচরাপাড়ায় জলপ্রকল্পের কাজ জোরকদমে চলছে।
এছাড়াও হুগলি জেলার শহরাঞ্চলের সাতটি পুরসভার ও ছ’টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য উত্তরপাড়ায় ৫৫ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন বড় জলপ্রকল্প তৈরি হবে। গঙ্গার জল পরিশোধন করে মানুষের পানযোগ্য করা হবে। সোনারপুর-রাজপুর পুরসভায় ২৭০ কোটি টাকা খরচ করে জলপ্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ হয়েছে। এখন ২১৫ কোটি টাকা ব্যয় করে তৃতীয় পর্যায়ের কাজ চলছে। আবার ২৮৫ কোটি টাকা খরচ করে জলপ্রকল্প তৈরি হচ্ছে দক্ষিণ দমদম পুরসভায়।
৯৭ কোটি টাকা খরচ করে উত্তর দমদম পুরসভায় জলপ্রকল্প তৈরির কাজ চলছে। মহেশতলা, বজবজ ও পুজালি এলাকার ৪০ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন জলপ্রকল্প তৈরি হচ্ছে। যার খরচ ধরা হয়েছে ৩৫৮ কোটি টাকা। ৫০ কোটি টাকা খরচ করে কাঁচরাপাড়া পুরসভায় জলপ্রকল্পের কাজ চলছে। আগামী জুলাই মাসে সেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। প্রতিটি প্রকল্পই তৈরি করছে কেএমডিএ।