আর্থিক বেনিয়ম এবং উয়েফার ক্লাব লাইসেন্সিংয়ের চরম অপব্যবহারের জন্য বিশাল শাস্তি পেল ম্যাঞ্চেস্টার সিটি। আগামী দু’বছর তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না। খেলতে পারবে না ইউরোপা লিগেও। পাশাপাশি তাদের তিন কোটি ইউরো জরিমানা হল।
লাইসেন্সিং ও ফাইনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) বা আর্থিক স্বচ্ছতার নিয়ম লঙ্ঘন করার কারণে ম্যাঞ্চেস্টার সিটিকে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা থেকে ২০২০-২১ ও ২০২১-২২, এই দুই মরসুমের জন্য নির্বাসিত করল উয়েফা। শুক্রবার এক বিবৃতিতে এই নির্দেশ দিয়েছে ইউরোপের ফুটবলের নিয়ামক সংস্থা। যার অর্থ আগামী দুই মরসুম চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে না সের্খিয়ো আগুয়েরো, রাহিম স্টার্লিংদের ক্লাব ম্যান সিটিকে। এ ছাড়াও শাস্তি হিসেবে উয়েফা ম্যান সিটিকে জরিমান করেছে ৩০ মিলিয়ন ইউরো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৩২ কোটিরও বেশি।
এখন যা পরিস্থিতি, তাতে ম্যাঞ্চেস্টার সিটিকে শাস্তি তোলার জন্য দ্বারস্থ হতে হবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে। সিটি কর্তারা অবশ্য বলছেন, ‘আমরা হতাশ, কিন্তু আশ্চর্য নই।’ তাঁরা আপাতত ঠিক করেছেন, আবেদন করবেন লুসানের কোর্টে।
আর ঠিক ১১ দিন পরেই ২৬ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বৈরথে সান্তিয়াগো বের্নাবাউ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচ খেলতে নামবে পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণাধীন দল। তার আগে এই শাস্তির ধাক্কায় হতাশ ম্যান সিটির ফুটবলার ও সমর্থকেরা।