আজ ‘ভ্যালেন্টাইনস ডে’-র দিনেই কিনা ভাল না বাসার শপথ নেওয়ানো হল! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুধু এখানেই থেমে থাকা নয়, ভালবেসে বিয়ে না করারও শপথ নেওয়ানো হল, তাও আবার এক কলেজে! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অমরাবতীতে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল, যেখানে কলেজের মেয়েদের দিয়ে এই শপথ নেওয়ানো হচ্ছে।
৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজের ভিতর ছাত্রীদের দিয়ে কলেজেরই আধিকারিকরা শপথ নেওয়াচ্ছেন যে, ‘কখনও প্রেম করব না, প্রেম করে বিয়ে করব না।’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে গিয়েছে। যিনি এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি রাজ্য বিজেপির সহ সভাপতি চিত্রা ওয়াগ, বিজেপি নেতা পঙ্কজা মুন্ডে এবং শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়কে ট্যাগ করেছেন। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছে কলেজ কর্তৃপক্ষ।