জনস্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নতির লক্ষ্যে স্বাস্থ্য পরিকাঠামোকে আরও আধুনিক করবার লক্ষ্যে পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার সাথে বৃহস্পতিবার মৌ চুক্তি স্বাক্ষর করল কলকাতা পুরসভা। এই কথা জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ।
চুক্তি স্বাক্ষরের পর অতীন বাবু জানান, ‘শহরে জনস্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে কলকাতা পুরসভা মূল সংস্থা হওয়ায় সার্বিকভাবে স্বাস্থ্য পরিকাঠামো ও উপযোগী ব্যবহারের বিষয়ে আমাদের নজর রাখতেই হবে। আমরা আমাদের দায়বদ্ধতাকে বৃদ্ধি করার লক্ষ্যে পুরসভার ডাক্তারদের জন্য নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছি। আগামী দিনে এই যৌথ স্বাস্থ্য পরিষেবা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবে।’
এর আগে পুরসভার ডাক্তারদের শ্বাসকষ্ট থাইরয়েড মধুমেহ রোগের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার পুরো স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আসলে পরিষেবার প্রতিটি স্তরে পর্যাপ্ত পরিমাণে ব্যক্তি যাতে উপস্থিত থাকে সেই উদ্দেশ্যে এই প্রশিক্ষণ বলে এদিন জানান অতীন বাবু।