নির্ভয়ার ধর্ষক বিনয় শর্মার প্রাণভিক্ষার আরজি খারিজ করেছিলেন রাষ্ট্রপতি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সে। শুক্রবার তার পিটিশান খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে ফাঁসি এড়াতে বিনয়ের সামনে আর কোনও আইনি পথ খোলা রইল না। পাশাপাশি বিনয়ের মানসিকভাবে সুস্থ নয় বলেও আদালতে জানিয়েছিলেন তার আইনজীবী। এদিন তাঁর সেই দাবিও খারিজ করে দেন বিচারপতি। রায় দেওযার সময় আদালত জানায়, মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী বিনয় সুস্থই আছে।
বিনয় শর্মা মানসিকভাবে অসুস্থ বলে আদালতে জানিয়েছিলেন তার আইনজীবী। এই পরিস্থিতিতে তার ফাঁসি দেওয়া যায় না বলে সওয়াল করা হয়। এর তীব্র বিরোধিতা করে কেন্দ্র। সরকারের তরফে আদালতে অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট পেশ করা হয়। শেষ পর্যন্ত আবেদনকারীর এই বক্তব্য সর্বোচ্চ আদালতে ধোপে টেকেনি।
বিচারপতি আর ভানুমতি, অশোক ভূষণ এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়েছে, মেডিক্যাল রিপোর্ট থেকে এটা স্পষ্ট যে দোষী ব্যক্তি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল। সব দিক বিচার করে বিনয় শর্মার আরজি আদালত খারিজ করে দিয়েছে। এই আবেদন খারিজের মাধ্য দিয়ে নির্ভয়ার এই ধর্ষক-খুনির ক্ষেত্রে সমস্ত আইনি পথ বন্ধ হয়ে গেল।
নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে জয়ের পর প্রথমে ফাঁসির দিন ধার্য হইয়েছিল জানুয়ারির ২২ তারিখ সকাল ৬টায়। দোষীদের পুনরায় আবেদনের ভিত্তিতে তা ক্রমশ পিছিয়ে যেতে থাকে। আইনি জটিলতা কিছুটা কাটলে ফের ফাঁসির দিন ঠিক করা হয় ফেব্রুয়ারির ১ তারিখ সকাল ৭টায়, তাও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। নির্ভয়াকাণ্ডে চার অপরাধীর ফাঁসি কার্যকর করার বিষয়ে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দেয় দিল্লী আদালত। দিল্লী হাইকোর্টের ওই আদেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। এবার সম্ভবত নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি নিয়ে যাবতীয় জটিলতা কাটার মুখে।