গতবছর আজকের দিনেই কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গীরা। সেই হামলায় শহীদ হয়েছিলেন ৪০ জন ভারতীয় সেনা জওয়ান। সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন জয়পুরের শাহপুরার ২৭ বছরের তরতাজা জওয়ান রোহিতাশ লাম্বাও। এবার তার ভাই এক বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি জানান, ভোটের সময় শহীদের পরিবারকে ‘ব্যবহার’ করতে চেয়েছিলেন রাজনৈতিক নেতারা। শুধু প্রতিশ্রুতি ও ভোটে দাঁড়ানোর প্রস্তাব ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
যে সময় রোহিতাশ লাম্বা শহীদ হন, সেই সময় তাঁর ছেলের বয়স ছিল মাত্র ছয় মাস। সন্ত্রাসবাদী হামলায় স্বামীকে হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারেননি রোহিতাশের স্ত্রী মঞ্জু।
রোহিতাশের ভাইয়ের কথায়, ‘আমি এক মন্ত্রী থেকে আরেক মন্ত্রীর কাছে এই একবছরে শুধু ঘুরেছি। আমার দাদা যখন শহিদ হন, তখন আমায় চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত চাকরি পাইনি। গত বছর লোকসভা নির্বাচনের আগে আমায় ভোটে দাঁড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল। আমি রাজি হইনি। আমি জানিয়েছিলাম ভোটে দাঁড়াতে চাইনা, কাজ চাই।’