ঠান্ডার আমেজ এখনও কাটেনি। হাল্কা শীত অনুভূত হচ্ছে এখনও। ক্যালেন্ডার বলছে শেষ হওয়ার দিকে মাঘ মাস। সেইসঙ্গে শেষ হওয়ার দিকে শীতও। আজ অর্থাত বৃহস্পতিবার থেকে শহরের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে বাড়বে রাতের তাপমাত্রা। ১৬-১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অনেকটাই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ সকালের দিকে সামান্য কুয়াশার দেখা মিলেছে। বেলা বাড়লে তাপমাত্রাও বেড়েছে। আজ সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও এবার উধাও হবে শীতের আমেজ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী, দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি পেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার ফলে ঠান্ডার অনুভূতি প্রায় উধাও হয়ে যাবে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয় নি কলকাতায়।
এদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, জম্মু ও কাশ্মীর হিমাচল প্রদেশ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ হবে মধ্যপ্রদেশ ও ওড়িশায়। আসাম, মেঘালয়, মণিপুর-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।