দিল্লীতে বিজেপির ভরাডুবির পরও দিল্লীর মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বললেন বিজেপি বিধায়ক ওপি শর্মা। ভোটের আগে কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা প্রবেশ ভার্মা। আবারও সেই একই ভাবে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক।
দিল্লীর বিশ্বাসনগর কেন্দ্র থেকে আম আদমি পার্টিকে পরাস্ত করে সদ্য জয়লাভ করেছেন ওপি শর্মা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুরানো ছাঁচে আরও একবার দিল্লীর হবু মুখ্যমন্ত্রীকে দেগে বসলেন তিনি। তাঁর দাবি, “জঙ্গীদের প্রতি সহানুভুতিশীল কেজরিওয়াল। দিল্লীতে অরবিন্দ কেজরিওয়াল একজন দুর্নীতিগ্রস্ত নেতা। ভারতে থেকে পাক সেনাপ্রধানের ভূমিকা পালন করছেন উনি। আর দিল্লীর টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করেন”।
প্রসঙ্গত, দিল্লীর নির্বাচনে মানুষ ‘ঝাড়ু’–পেটা করেছে বিজেপিকে। ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছে আপ। নির্বাচন মিটে গিয়েছে। কিন্তু এক ভুল বার বার করায় বিজেপির জুড়ি মেলা ভার।