সাম্প্রতিক কালে বহিরাগতদের তাণ্ডবের সাক্ষী দেশের একাধিক বিশ্ববিদ্যালয়। আর তা থেকে শিক্ষা নিয়েই এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি করেছে প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। এবার যেমন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষকে সভা করার অনুমতি দিল না কলকাতা বিশ্ববিদ্যালয়। আর তা নিয়ে বিশৃঙ্খলা ছড়াল বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, যেহেতু ঐশী ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন, সেহেতু বহিরাগত হিসেবে তাঁকে ক্যাম্পাস চত্বরে সভা করতে দেওয়া ‘ঐতিহ্য-বিরোধী’। সেই কারণেই তাঁকে সভা করতে দেওয়া হবে না ক্যাম্পাসের ভেতরে। উল্লেখ্য, এদিন দুপুরে এই সভা আয়োজন করার কথা ছিল বাম ছাত্র সংগঠনের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অনুমতি না মেলার পরেই বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। এই অবস্থায় মূল ফটকের বাইরেই সভা করার তোড়জোড় শুরু করেন সংগঠকরা। সেখানেই বক্তৃতা করেন ঐশী। আর সেখানেই বাম ছাত্রদের জমায়েতে তৈরি হয় চরম বিশৃঙ্খল পরিস্থিতি। সাময়িক ভাবে ব্যাহত হয় যান চলাচলও।