ভোটের আগেই প্রাথমিক হাসপাতালের উদ্বোধন করবে পুরকর্তৃপক্ষ| খিদিরপুরে মাতৃ সদন হাসপাতালের পাশে ১০০ শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরী হবে| একইসঙ্গে চেতলায় ৮২ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য কেন্দ্রের ভবনেই তৈরি হবে ১৬ শয্যার ডায়লসিস হাসপাতাল।
ডেঙ্গুর জন্য আর জীবন বলি না হয় তার জন্যই ডেঙ্গু স্পেশালিস্ট হাসপাতাল তৈরী করা হচ্ছে। এই হাসপাতালে কেবলমাত্র ডেঙ্গু রোগীদেরই চিকিৎসা হবে। এবং এই পরিষেবা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে”। মেয়র পারিষদদের বৈঠক শেষে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, “সরকারী সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলির উপর চাপ কমাতে প্রথমে এই প্রাথমিক হাসপাতালে চিকিত্সা করা হবে| এরপর যদি চিকিৎসকরা মনে করেন তবে সে ক্ষেত্রে রোগীকে কোন সরকারি হাসপাতালে স্থানান্তর করা হবে|” মূলত পতঙ্গবাহিত রোগের পাশাপাশি জ্বর, সর্দি কাশির চিকিত্সা হবে এই হাসপাতালে|
এই হাসপাতাল প্রসঙ্গেও অবান্তর মন্তব্য করা শুরু করেছে বিরোধীরা। পুরভোটের জনসাধারণের কাছাকাছি পৌঁছতেই এত তড়িঘড়ি হাসপাতালের উদ্বোধন এমন কথাকে কার্যত পাত্তা দিচ্ছেন না ফিরহাদ। মেয়র সেকথা উড়িয়ে দিয়ে জানাচ্ছেন, “আমরা ভালো ছেলে সারা বছর পড়াশোনা করি| তাই পরীক্ষার আগে চাপ নেওয়ার দরকার হয় না|”