এই বছরের মাধ্যমিক পরীক্ষা কমছে পরীক্ষার্থীর সংখ্যা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে এই খবর পাওয়া গেছে। গত বছরের তুলনায় এবছর ২০ থেকে ৩০ হাজার পরীক্ষার্থী কমতে পারে বলে জানা গেছে। গত বছর রাজ্যে মোট ১০ লক্ষ ৫০ হাজারের কিছু বেশি পড়ুয়া মাধ্যমিকে বসেছিলেন। এবার কমছে সেই সংখ্যা।
পরীক্ষাকেন্দ্রে ঢোকায় নানা নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবছর শুধু মোবাইলই নয়, স্মার্ট ঘড়ি পরে বা নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নকল এড়াতে বা পরীক্ষা সংক্রান্ত অপ্রীতিকর কোন পরিস্থিতি রুখতেই পর্ষদের এই কড়াকড়ি। শিক্ষাবিদদের একটি বড় অংশই মধ্যশিক্ষা পর্ষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
শুধু ছাত্র-ছাত্রীরা নন, এবছর কোনও শিক্ষক এবং শিক্ষাকর্মীও মোবাইল, স্মার্ট ঘড়ি পরে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। গত বছর মাধ্যমিকের বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা চলাকালীনই হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এবছর এমন কোনো ঘটনা যাতে না ঘটে, সেদিকে তৎপর মধ্যশিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।