আবার হ্যাট্রিক কেজরিওয়ালের৷ রাজধানীর নির্বাচনের দিকে দেশের পাশাপাশি নজর ছিল বিদেশি মিডিয়ারও৷ আন্তর্জাতিক মিডিয়ার ইন্টারপ্রিটেশনে এ লড়াই যেন কেজরিওয়াল বনাম মোদী৷ কেজরিওয়ালের সাফল্যকে অনেকেই দেখাচ্ছেন মোদীর বিপর্যয় হিসেবে৷ নিউইয়র্ক টাইমস লিখেছে, ‘ইন বিটার দিল্লী ইলেকশনে’ মোদীর দল চরম বিপর্যয়ের মুখে পড়েন৷ নরেন্দ্র মোদী জাতীয় ইস্যু নিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন৷ এক মন্ত্রী তো আবার ষড়াযন্ত্রকারীদের গুলি চালানোর পরামর্শ দেন৷ নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করে, এটা বিজেপি-র নরম হিন্দুত্বের ওপর আঘাত৷
ওয়াশিংটন পোস্ট একে মোদীর ভরাডুবি বলে উল্লেখ করে৷ সাধারণ মানুষের দল আপ-এর গরিবের সহায় নীতি, যেমন রাজ্য সরকারি পরিচালিত স্কুল, সস্তায় বিদ্যুৎ, বিনা পয়সায় স্বাস্থ্য পরিষেবা, মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবা সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে৷ মোদীর আত্মাভিমানে এটা বড় ধাক্কা৷
বিবিসি বলেছে, ভোটাররা উজাড় করে সমর্থন দিয়ে আপকে জিতিয়েছে৷ কেন্দ্রে বিজেপির শাসন ব্যবস্থার মুখে এটা বড় থাপ্পড়৷ গত বছর সাধারণ নির্বাচনে বিজেপি যে বিপুল সাফল্য পেয়েছিল, সেখান থেকে তারা নেমে এসেছে৷ তাদের সেই সাফল্য বড় ধাক্কা খেল৷
অতি বড় আশাবাদীও বোধহয় ভাবেননি গলায় মাফলার, গায়ে সোয়েটার পরা ওই মানুষটা নাকানি চোবানি খাওয়াবেন রাজধানীর তাবড় পোড় খাওয়া রাজনীতিককে। খড়্গপুর আইআইটি, টাটা স্টিলের লোভনীয় চাকরি ছেড়ে কী ভাবে সমালোচকদের বিদ্রুপের ‘মাফলার ম্যান’ হয়ে উঠলেন দিল্লীর কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী। তাঁর সাফল্য নিয়ে আজ আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়৷