অসমে নাগরিকপঞ্জির খসড়া তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার পর দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিবাদে মুখর বিরোধীরা। কিন্তু সংসদের ভিতর বাইরে শুধু প্রতিবাদেই থেমে থাকা নয়। আসাম পরিস্থইতি খতিয়ে দেখতে তৃণণূলের সংসদীয় দলের সদস্যরা সেই রাজ্যে যাবে বলে আগেই জানিয়ে ছিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা মতোই আসামে যাচ্ছেন তৃণমূলের ৬ সাংসদ সহ মোট ৮ জনের প্রতিনিধি দল। তাঁরা সরজমিনে খতিয়ে দেখবেন আসামের পরিস্থিতি।
এই প্রথম অসহায় আসামবাসীর পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন, রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, নাদিমুল হক, অর্পিতা ঘোষ। লোকসভার সাংসদ কাকলি ঘোষদস্তিদার, রত্না দে নাগ, মমতাবালা ঠাকুর। এছাড়াও যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিধায়ক মহুয়া মৈত্র। পরিস্থিতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।
জানা গিয়েছে প্রথমে আসামের শিলচরে থাকবেন প্রতিনিধি দলের সদস্যরা। কথা বলবেন আসামের নাগরিক পঞ্জি তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের সঙ্গে। পরে গুয়াহাটিতে এই স্পর্ষকাতর বিষয়টি নিয়ে সেই রাজ্যের বিশিষ্টদের সঙ্গে কথা বলবেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা।