এই প্রথম বার ভারতীয় দল ওয়ান ডে সিরিজে পুরো হোয়াইটওয়াশ হল। নিউজিল্যান্ড ৩-০ হোয়াইটওয়াশ করে বুঝিয়ে দিয়ে গেলেন, ভারতীয় দলের কাছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। কেন উইলিয়ামসন মনে করছেন, এই ম্যাচে যে ভাবে হামিশ বেনেট বা কাইলি জেমিসনের মতো তরুণরা এগিয়ে এলেন অভিজ্ঞদের স্থান ভরাট করতে, সেটাই সব চেয়ে বড় প্রাপ্তি।
এ দিন মাউন্ট মাউঙ্গানুইয়ের বে ওভালে গতির হেরফের করে সমস্যায় ফেলে গেলেন ভারতীয় ব্যাটসম্যানদের। স্লগ ওভারে তাঁর ‘নাকল বল’ বুঝতে পারেননি অনেকেই। চার শিকারের মধ্যে রয়েছে সেঞ্চুরি করা কে এল রাহুলের উইকেটও। জেমিসন ব্যাট-বল দু’টোতেই চমক দেখিয়েছেন। অকল্যান্ডে দুর্দান্ত অভিষেকের পরে এ দিনও দারুণ বল করলেন।
নিউজিল্যান্ডের অধিনায়ক সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমাদের দেশে ছোট বাউন্ডারি এবং পিচের চরিত্রের কারণে বুদ্ধি করে বল করা গুরুত্বপূর্ণ। সেই কাজটা বোলারেরা খুব ভাল করেছে। মোক্ষম সময়ে মাথা ঠান্ডাও রাখতে পেরেছি আমরা। আমার মনে হয় বুদ্ধি করে খেলা এবং নিয়ন্ত্রণ না হারানোই সিরিজ দিয়ে গেল”।
টি-টোয়েন্টি সিরিজে চাপের মুখে ভেঙে পড়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিং। কিন্তু ওয়ান ডে সিরিজে অনেক বেশি স্থিরতা আর নিয়ন্ত্রণ দেখিয়েছে তারা। সিরিজে সেরা রস টেলর।