বিপুল জয় কেজরিওয়ালের। দিল্লীবাসীকে ধন্যবাদ জানালেন অরবিন্দ কেজরিওয়াল। মঞ্চ থেকে বললেন, ‘গজব কর দিয়া আপলোগোনে।’ বললেন, ‘এটা আমাদের ভারতমাতার জয়। আমাদের গোটা দেশের জন্য এই জয়।’
মঙ্গলবার দিল্লী জয়ের পর আপ-এর মঞ্চ থেকে কেজরিওয়াল বলেন, ‘পরপর তিন বার আপনাদের এই ছেলের উপর ভরসা করার জন্য ধন্যবাদ। এই জয় সেইসব পরিবারের জয়, যাদের আজ বিদ্যুৎ আছে, যদের সন্তানরা আজ পড়াশোনা করছে, যারা আজ দিল্লীর হাসপাতালে চিকিৎসা করাতে পারে।’
তিনি বলেন, দিল্লীবাসী আজ এক নতুন রাজনীতির জন্ম দিল। আর সেটা হল কাজের রাজনীতি। স্ত্রী’র জন্মদিনের কথাও বলতে ভুললেন না তিনি। উপস্থিত সবাই শুভেচ্ছা জানালেন স্ত্রী সুনিতাকে। ধন্যবাদ জানালেন বজরংবলীকেও। কয়েকদিন আগেই বজরংবলীর কাছে প্রার্থনা করতে গিয়েছিলেন তিনি। তাঁর প্রার্থনায় সাড়া দিয়েছেন হনুমানজি। তাই কেজরিওয়াল বলেন, ‘আজ মঙ্গলবার। বজরংবলীর দিন। আজ তিনি দিল্লীর উপর কৃপা করেছেন। এভাবেই যেন আগামী পাঁচ বছর দিল্লীকে দেখেন বজরংবলী।’
অন্যদিকে, বিজেপির দফতরের ছবিটা দেখে পরিস্কার যে কার্যত হার মেনে নিয়েছে বিজেপি। অন্যান্য দিন বিজেপির সদর দফতরে যে ভিড় থাকে এদিন সেই ভিড় নেই। দিল্লীর মতো হেভিওয়েট জায়গায় ভোট হচ্ছে আর এখনও পর্যন্ত কোনও নেতৃত্বকে দেখা যাচ্ছে না বিজেপি দফতরে। নেই কোনও কর্মী-সমর্থকও। সংবাদমাধ্যম এএনআইয়ের ছবিতে যা দেখা যাচ্ছে তাতে শুধু সিকিউরিটি ছাড়া ‘ফাইভ স্টারে’র মতো পেল্লাই সদর দফতরে আর কেউ নেই।