দিল্লীর ভোটে বিজেপির হার নিশ্চিত হতেই তোপ দাগলেন শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। তাঁর সাফ কথা, বিজেপির এবার খতিয়ে দেখা উচিত যে, কেন তারা নানান জায়গায় এমন ভাবে হারতে বসেছেন।
এদিন সকাল আটটা থেকেই দিল্লীতে শুরু হয়ে গিয়েছে ভোটগণনা পর্ব। আর প্রাথমিক ট্রেন্ডে বিজেপির কঠিন ভরাডুবিই ধরা দিয়েছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ইতিমধ্যে ৫০ও ছাড়িয়ে গিয়েছে আম আদমি পার্টির আসন সংখ্যা। একমাত্র মণীশ সিসোদিয়া ছাড়া অরবিন্দ কেজরিওয়াল, রাঘব চাড্ডা, অতিশীর মতো হেভিওয়েটদের জেতার ইঙ্গিতই রয়েছে।
তবে গত বিধানসভা নির্বাচনের তুলনায় এই বার বিজেপির আসন সংখ্যা বাড়লেও, আপের কাছে জয়লাভ এক কথায় দূরস্ত ভারতীয় জনতা পার্টির। এমনই সময়ে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ট্যুইটে লেখেন, ‘আপের বিভাজনমূলক নির্বাচনী প্রচারকে ছুড়ে ফেলে দিয়েছেন দিল্লীর মানুষজন। তাঁরা বেছে নিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির উন্নয়নমূলক কাজকর্মকেই।’
ভরাডুবি হলেও এদিন সকালে আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে দিল্লীতে বিজেপির মুখ্য মনোজ তিওয়ারির গলায়। মঙ্গলবার সকালেই মনোজ তিওয়ারি সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘আমি এক্কেবারেই নার্ভাস নই! আমি নিশ্চিত যে, আজকের দিনটা বিজেপির জন্য ভালোই হতে চলেছে। আমরাই ক্ষমতায় আসছি। চমকে যাবেন না, যদি আমরা ৫৫টা আসনে জয়লাভ করি।’ পাশাপাশিই তিনি আরও বলেন, ‘ভোটের জয়োল্লাসের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিজেপি হেড কোয়ার্টার্সে। আমরাই সরকার গড়ছি।’
অন্য দিকে চূড়ান্ত ফলঘোষণার আগেই কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে বলতে শোনা গিয়েছে, ‘আপ যে তৃতীয়বার ক্ষমতায় ফিরবে, তা সবাই জানত।’