এক্সিট পোলেই পরিস্কার হয়ে গিয়েছিল যে ফের একবার দিল্লীর মসনদে বসতে চলেছেন কেজরিওয়াল। কিন্তু এরপরেই বিজেপি নেতৃত্বের একাংশের ধারণা ছিল হয়তো শেষমুহূর্তে খেলা ঘুরবেই। দিল্লী দখল করবে বিজেপিই। কিন্তু মঙ্গলবার সকাল থেকে যা ট্রেন্ড তাতে পরিস্কার দিল্লীতে হ্যাট্রিকের পথে কেজরিই। আর তা বুঝে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন কেজরি। তিনি জানিয়ে দিলেন জয়ের আনন্দে যেন কোনও বাজি পোড়ানো না হয়। দিল্লীর দূষণের কথা মাথায় রেখেই তাঁর এই সিদ্ধান্ত।
৫০টি বা তারও বেশি আসনে এগিয়ে আপ। ১৫টিরও কম আসনে এগিয়ে বিজেপি। এই ট্রেন্ড দেখার পর থেকেই বিজয় উৎসবে মেতে উঠেছেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা। দিল্লিতে আপের সদর দফতরে চলছে এই বিজয় উৎসব। আর সেই বিজয় উৎসবে বাজি ফাটাতে কর্মী-সমর্থকদের নিষেধ করলেন কেজরিওয়াল। ফলাফলের আগের রাতেই আপ নেতা কেজরিওয়ার পার্টি কর্মীদের জানিয়ে দেন নির্বাচনী সাফল্য আসলেও, তার উদযাপনে যেন একটাও বাজি ফাটানো না হয়।
বাজি ফাটালে দূষণের মাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে পরিবেশে। আর তাতে দিল্লীর পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে, আর সেই কারণেই কর্মী সমর্থনকে বাজি না ফাটানোর বার্তা দিয়েছেন কেজরিওয়াল। বিজয়ের দিনে কর্মী-সমর্থকদের অতি উৎসাহ যাতে বিপদ না টেনে আনে সেদিকেও সদা সতর্ক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।